Mid day Meal Cook

‘ভিক্ষা নয়, চাই অধিকার’, রাজপথে মিড ডে মিল কর্মীরা

মঙ্গলবার ৬ দফা দাবি নিয়ে কলকাতায় মিছিল করলেন রাজ্যের মিড ডে মিল কর্মীরা।

প্রতিবেদন, চিত্রগ্রহণ ও সম্পাদনা: সুব্রত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ মে ২০২৩ ১৮:৪৩
Share:
Advertisement

স্কুলে স্কুলে মিড ডে মিল রান্না করেন যাঁরা, তাঁরা কেউই সরকারি কর্মী নন। অভিযোগ, এঁরা তাঁদের পরিশ্রমের বিনিময়ে যে ভাতা পান তা সরকারের ঠিক করে দেওয়া ন্যূনতম মজুরির থেকে অনেক কম। নেই সামাজিক সুরক্ষা বা চাকরির নিরাপত্তা। এ সব দাবি নিয়ে এ বার আন্দোলনের পথে রাজ্যের মিড ডে মিল কর্মীদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অফ মিড ডে মিল অ্যাসিস্ট্যান্টস’ বা ‘আম্মা’। মঙ্গলবার রামলীলা ময়দান থেকে রানি রাসমণি রোড পর্যন্ত মিছিল করলেন বিভিন্ন জেলা থেকে আসা মিড ডে মিল কর্মীরা। দাবি তুললেন সুষ্ঠু নিয়োগ নীতি, মাতৃত্বকালীন ছুটি, বোনাস, পেনশন, দুর্ঘটনা ভাতার। শুধু কর্মীদের চাহিদাই নয়, মিড ডে মিল প্রকল্পে বরাদ্দ বাড়ানো, খাদ্যতালিকায় রোজ ডিম দেওয়া ও দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল পড়ুয়াকে এই প্রকল্পের আওতায় আনার দাবিও উঠল মিছিল থেকে। মিছিলের পর রানি রাসমণি রোডে এক গণ সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয় এ দিনের কর্মসূচি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement