প্রতিবেদন: তীর্থঙ্কর, সম্পাদনা: শুভাশিস
রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এসে অনুরোধ করেছিলেন, কিন্তু কোনও কাজ হয়নি। সোমবার মানবাধিকার কর্মী বিনায়ক সেন পড়ুয়াদের পাশে এসে দাঁড়ালেন। অনশন তুলে নিল মেডিক্যাল। এ দিন নাগরিক মিছিলের পর ফলের রস খাইয়ে পড়ুয়াদের অনশনের পরিসমাপ্তি ঘটান বিনায়ক সেন। তবে অনশন তুললেও আন্দোলনে অনড় তাঁরা। আন্দোলনকারী অনিকেত করের সাফ বক্তব্য, ‘‘ছাত্র সংসদ নির্বাচন হবে ২২ ডিসেম্বরই। প্রশাসন নির্বাচন করাতে অপারগ হলে ছাত্ররাই দায়িত্ব নেবে। নির্বাচন হবে নির্বাচনের দিনেই।’’ প্রসঙ্গত, আজকের নাগরিক মিছিলে বিনায়ক সেন ছাড়াও অংশ নিয়েছিলেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র, নাট্যকার বিমল চক্রবর্তীর মতো ব্যক্তিত্বরা। কোনও বিবৃতি না দিলেও, বিনায়ক সেন আনন্দবাজার অনলাইনকে বলেন, তিনি পড়ুয়াদের পাশে। ‘‘ছাত্ররা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, ওঁরা আক্রান্ত হলে আমরা আরও বেশি করে থাকব’’, প্রতিক্রিয়া অম্বিকেশ মহাপাত্রের।