বুধবার রাতে পুরীর জগন্নাথ মন্দিরের পাশে একটি শপিং মলে বিধ্বংসী আগুন লাগে। ঘটনাস্থলে শতাধিক দমকল কর্মী এবং ওড়িশার বিপর্যয় মোকাবিলা বাহিনী। রয়েছে ৮টি অগ্নি নির্বাপক ইঞ্জিন। ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণ করতে কত সময় লাগবে, তা বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত স্পষ্ট করে জানাতে পারেনি দমকলবাহিনী। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে শতাধিক মানুষকে। শপিং মলের দু-তলার একটি দোকানে প্রথম আগুন লাগে। সেখানে থেকে দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। প্রায় ৪০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। শপিং মলের পাশে বেশ কয়েকটি হোটেল আছে। সেখান থেকে পর্যটকদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই। মন্দির চত্বর সংলগ্ন গোটা এলাকাটিকে ব্যারিকেড করে চলেছে আগুন নেভানোর কাজ।