প্রতিবেদন: শ্রাবস্তী, চিত্রগ্রহণ: অতনু, সম্পাদনা: সুবর্ণা
বাংলাদেশে রক গানের তিনি অন্যতম প্রণেতা। তখন এই গান সেখানে কেউ শুনত না। আজ প্রায় পঁয়তাল্লিশ বছর পর স্বাধীন বাংলাদেশের বর্তমান প্রজন্ম রক গান শুনছেন, তৈরি করছেন। মনে করেন, এটা তাঁর এক রকমের জয়। তিনি মাকসুদুল হক। আড্ডায় শোনালেন, 'মেলায় যাই রে'। নতুন বছরকে নিয়ে লেখা তাঁর গান। তাঁর দীর্ঘ সঙ্গীতজীবনে নিরীক্ষা চালিয়ে গেছেন গান নিয়ে। রসদ সংগ্রহ করেছেন বিভিন্ন ধারা থেকে। পাশ্চাত্য সংগীতের ধারার সঙ্গে মিশিয়েছেন বাংলার মাটির বাউল গান, কীর্তন। নতুন বছর তার কাছে অনেকখানি স্মৃতি নিয়ে আসে। সেখানে থাকে নতুন জামা, মিষ্টি, বাংলাদেশের রাস্তায় আঁকা আল্পনা। কলকাতায় তাঁর এই প্রথমবার নববর্ষ কাটবে। গান শোনাবেন এই শহরের মানুষকে। তার আগে গানে আড্ডায় যোগ দিলেন আনন্দবাজার অনলাইনের সঙ্গে।