প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: ঋতুরাজ
কলকাতা হাইকোর্টে ‘বেনজির’ ঘটনা। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন পর্ষদ (প্রাথমিক) সভাপতি মানিক ভট্টাচার্যকে ডেকে পাঠিয়ে ‘জিজ্ঞাসাবাদ’ করলেন খোদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০১৬ সালের টেট নিয়োগের বিষয়ে কী জানেন? প্রার্থীদের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ‘অ্যাপটিটিউট টেস্ট’ নেওয়া হয়েছিল? পরীক্ষার ফল প্রকাশের দায়িত্ব দেওয়া হয়েছিল কোনও নির্দিষ্ট সংস্থাকে? এজলাসে দাঁড়িয়ে বিচারপতির প্রশ্নবাণের সম্মুখীন হয়ে খানিক বিস্মিতই বোধ করেন মানিক ভট্টাচার্য। পরে তাঁর উত্তর, এই মামলার বিষয়ে তাঁর কিছু জানা নেই। যা উত্তর তিনি দিচ্ছেন তা একান্তই স্মৃতি থেকে। ভুল উত্তর দিয়ে আদালতকে কোনও ভাবেই বিভ্রান্ত করতে চান না, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জানান প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য।