Mamata Banerjee

‘টেলিপ্রম্পটার দেখে বক্তৃতা করেন, আমি হৃদয় থেকে কথা বলি’, মোদীকে নিশানা মমতার

‘‘আপনারা ক্ষুধার্ত, আপনাদের প্রয়োজন রাজনৈতিক খাদ্যের”, মেঘালয়ে গিয়ে বিজেপিকে নিশানা, তৃণমূলকে জেতানোর আর্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৩ ১৪:৫৬
Share:
Advertisement

বিধানসভা নির্বাচনের আগে একদিনের মেঘালয় সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে নিয়ে গেলেন দলের সর্বভারতীয় সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বুধবার মেঘালয়ে একটি জনসভা করেন তৃণমূল নেত্রী। নিজের বক্তব্যে নাম উল্লেখ না করে নরেন্দ্র মোদীকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘টেলিপ্রম্পটার দেখে বক্তৃতা করেন, আমি করি না। কারণ, আমি হৃদয় থেকে কথা বলি।” একই সঙ্গে পাহাড়ি রাজ্যে কেন জমি বিতর্কের সমাধান হয়নি, কেন গ্রামের পর গ্রাম বিদ্যুৎহীন, কেন যুবকরা বেকার-এই সব প্রশ্নও তোলেন তিনি। বিজেপিকে সরাসরি নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বিজেপির দু’টো মুখ, নির্বাচনের আগে এক রকম বলে আর জিতে গেলে অন্য কিছু করে। বিজেপি থেকে যে প্রস্তাবই আসুক না কেন, মাথা নোয়াবেন না”।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement