পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় প্রশাসনিক সভা। সেখানে একাধিক প্রকল্পের উদ্বোধন এবং জনসাধারণের হাতে হাতে পরিষেবা তুলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ায় এ দিন এমনই একটি প্রশাসনিক সভা থেকে আরও একবার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, একশো দিনের কাজ করিয়ে টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার। ৭ হাজার কোটি টাকা বকেয়া। সেই টাকা না পাওয়ায় রাজ্যের উন্নয়নের কাজ করতে অসুবিধা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‘বাংলার বাড়ির প্রকল্প কী ভাবে করব? গ্রামীণ রাস্তা কী ভাবে করব? টাকাই তো দেয়নি। তারপরেও ২ হাজার কোটি টাকার একটি পরিকল্পনা করে রাস্তা তৈরি করার চেষ্টা করছি।।” একই সঙ্গে এ দিন সড়ক নিরাপত্তা নিয়েও রাজ্যের পদক্ষেপের কথা উল্লেখ করেছেন তিনি। তাঁর বক্তব্য, ‘‘বজ্জাতি করলে অ্যাপে প্যানিক বাটন টিপে দেবেন, ট্রাফিক ডিপার্টমেন্টে সিগন্যাল চলে যাবে। সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসবে। কে কত স্পিডে গাড়ি চালাচ্ছে, কোথায় যাচ্ছে, কোনও দুষ্টুমি করার চেষ্টা করছে কিনা— সব নিয়ন্ত্রণ করা হচ্ছে।”