TMC

গান্ধীমূর্তির নীচে ধর্নায় মহিলা তৃণমূল, নিশানায় কেন্দ্রের বিজেপি সরকার

কেন্দ্রীয় সরকারের ‘আর্থিক বঞ্চনা’, বিজেপির ‘কুৎসা ও অপপ্রচারে’র বিরুদ্ধে ৩২ ঘণ্টার কর্মসূচি তৃণমূল মহিলা কংগ্রেসের।

প্রতিবেদন: প্রচেতা

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ মে ২০২৩ ১৪:১৮
Share:
Advertisement

বুধবার ধর্মতলায় গান্ধীমূর্তির নীচে ৩২ ঘণ্টার জন্য ধর্নায় বসল তৃণমূল মহিলা কংগ্রেস। কেন্দ্রীয় সরকারের ‘বঞ্চনা’, দ্রব্যমূল্য বৃদ্ধি, বিজেপির ‘কুৎসা ও অপপ্রচারে’র প্রতিবাদে এবং ১০০ দিনের কাজ, আবাস যোজনা-সহ অন্যান্য খাতে বকেয়া অনুদানের দাবিতে এই কর্মসূচি রাজ্যের শাসকদলের। এ দিনের অবস্থান বিক্ষোভে যোগ দেন রাজ্যের মন্ত্রী তথা মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী শশী পাঁজা, মেয়র ফিরহাদ হাকিমের মেয়ে তথা মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদক প্রিয়দর্শিনী হাকিম-সহ অন্যান্য নেতৃত্ব। বিরোধীরা অভিযোগ করছেন, কেন্দ্রের থেকে পাওয়া অর্থ ‘নয়ছয়’ করেছে তৃণমূল সরকার। চন্দ্রিমার জবাব, “মুখে বললে হবে না, কাগজ দেখাতে হবে।”

৩ মে সকাল ১০টায় শুরু হয় ৩২ ঘণ্টার অবস্থান বিক্ষোভ, চলবে ৪মে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ২৯ মার্চ তৃণমূলের সর্ব্বোচ্চ নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ‘কেন্দ্রের বঞ্চনা’র প্রতিবাদে রেড রোডে দু’দিনের ধর্নায় বসেন। একই দাবিতে বার বার সরব হয়েছেন দলের অন্যান্য নেতানেত্রীও। এ বারে পঞ্চায়েত ভোটের আগে বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে আন্দোলনের রাস্তায় মহিলা তৃণমূলও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement