প্রতিবেদন: শীলার্জ, সম্পাদনা: শুভাশিস
‘নানা ভাষা, নানা মত, নানা পরিধান/বিবিধের মাঝে দেখ মিলন মহান’ — কাতারে গিয়ে এই কথার মর্মার্থ বুঝতে পারলেন মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়ক মনে করেন, পৃথিবী ভীষণ সুন্দর, রবীন্দ্রনাথ থাকলে চাইতেন প্রতিমাসে একটা করে বিশ্বকাপ হোক! এখানেই শেষ নয়। কাতারে সুন্দরী পরিবেষ্টিত হয়ে খানিক রোম্যান্টিকও হয়ে পড়ছেন তিনি। কোনও রাখঢাক না রেখেই আনন্দবাজার অনলাইনকে বললেন, ‘‘গোলাপের বাগানে দাঁড়িয়ে, চোখে ফেরানো যাচ্ছে না।