অল্পবয়সীদের মধ্যে বিয়ে নিয়ে প্রবল অনীহা। যার কারণে কমছে দেশের জন্মহারও। সম্প্রতি প্রকাশিত একটি পরিসংখ্যান অনুযায়ী গত বছর দক্ষিণ কোরিয়ায় বিয়ে করেছেন মাত্র ১ লক্ষ ৯২ হাজার যুগল। গত দশকের হিসাবে যা ৪০ শতাংশ কম। ২০১২ সালেও দক্ষিণ কোরিয়ায় বিয়ে করেছিলেন ৩ লক্ষ ২৭ হাজার যুগল। বিয়ের এই পরিসংখ্যান প্রভাব ফেলেছে নবজাতকের জন্মেও। গত বছর সে দেশে ২ লক্ষ ৪৯ হাজার শিশুর জন্ম হয়েছে, যা দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সর্বনিম্ন। সন্তান জন্মের ক্ষেত্রে এই পতন, স্বাভাবিক ভাবেই চিন্তায় ফেলেছে দক্ষিণ কোরিয়ার প্রশাসনকে।