প্রতিবেদন: শ্রাবস্তী, চিত্রগ্রহণ: সৌরভ, সম্পাদনা: সুব্রত
ডিসেম্বরের শহরে রকের ঠেক। সুর, তাল, লয়ের ঢেউ দক্ষিণ কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়ামে। অর্ক মুখোপাধ্যায়, আন্ডারগ্রাউন্ড অথরিটি, ইন্ডিয়ান ওশান— একের পর এক পাওয়ার প্যাক পারফর্ম্যান্স। কার্যত গানের সমুদ্রে ভেসে গেল বাঙালি। লাইভ কনসার্টই কি শিল্পের রসদ? প্রশ্নের উত্তর সন্ধানে আনন্দবাজার অনলাইন।