Lionel Messi

সেঞ্চুরির দোরগোড়ায় মেসি, তিন তারার জার্সি না পরে অবসর নয়

একশতম আন্তর্জাতিক গোলের নজিরের খুব কাছেই লিয়োনেল মেসি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২২ ১৩:৫০
Share:
Advertisement

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের লোগো, তার উপর তিন তারা— আগে সেই নতুন জার্সি পরবেন, তারপর অবসর নিয়ে ভাবনা। মোদ্দা কথা, কাতার বিশ্বকাপের ফাইনালই শেষ নয়। নীল সাদা জার্সি পরে আবারও খেলতে দেখা যাবে সদ্য বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন নেতা লিয়োনেল মেসিকে। বিশ্ব চ্যাম্পিয়ন দলের হয়ে আরও কয়েকটি ম্যাচ খেলার ইচ্ছা রয়েছে, নিজেই সে কথা জানালানে লিয়ো। এই মুহূর্তে দেশের হয়ে ১৭২টি ম্যাচে ৯৮টি গোল রয়েছে তাঁর। আর্জেন্টিনার হয়ে আর ২ গোল করলেই তিনি হবেন দেশের একমাত্র ফুটবলার, যার নামের পাশে থাকবে ১০০ গোলের বিরলতম নজির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement