প্রতিবেদন: তীর্থঙ্কর
লকডাউনের সময় পথ চলা শুরু। কাজ হারানো, দিন আনি দিন খাই মানুষের ভাতের জোগাড় করতে যাদবপুরে চালু হয় বামেদের শ্রমজীবী ক্যান্টিন। এ ক’বছরে দাম বেড়েছে জিনিসের, তবুও ২৫ টাকায় খাওয়ার ব্যবস্থা চালু রেখেছিল শ্রমজীবী ক্যান্টিন। ২৯ ডিসেম্বর হাজার দিনে পা দিল ক্যান্টিন। সুকান্ত সেতুর সামনে তারই উদ্যাপন হল গান, আড্ডা, ছবি আঁকা দিয়ে। উপস্থিত ছিলেন বিমান বসু, সুজন চক্রবর্তী, রবিন দেব-সহ অন্যান্য বাম নেতা। ছিলেন বিমল চক্রবর্তী, অনীক দত্ত, মানসী সিংহের মতো সংস্কৃতি জগতের প্রতিনিধিরাও। আগামী দিনেও ক্যান্টিন চালিয়ে যাওয়ার অঙ্গীকার উদ্যোক্তাদের।