প্রতিবেদন: সৌরভ, চিত্রগ্রহণ: তীর্থঙ্কর, সম্পাদনা: সুব্রত
শুক্রবার বিকেলে কালীঘাটে দলীয় বৈঠকের নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটে দলের রণকৌশল ঠিক হতে পারে এই বৈঠকে। সেখানে নিয়োগ দুর্নীতি, গরু ও কয়লা পাচার নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে পারেন দলনেত্রী। ওয়াকিবহাল মহলের ধারণা, দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে বিদ্ধ দলের রাশ আরও এক বার নিজের হাতে তুলে নিতে পারেন মমতা।
বৈঠকে আমন্ত্রিত দলের সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি এবং যুব, মহিলা, শ্রমিক ও সংখ্যালঘু শাখার জেলা সভাপতিরা। মমতা ছাড়াও এ দিনের বৈঠকে বক্তব্য রাখতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সভাপতি সুব্রত বক্সীর। দীর্ঘ দিন পরে জেলা স্তরের নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছেন দলনেত্রী। শুক্রবার দুপুর থেকেই মমতার কালীঘাটের বাড়িতে রাজ্য ও জেলা নেতৃত্ব আসতে শুরু করেছেন।
তৃণমূলের ধারণা, মে মাসের মাঝামাঝি এ রাজ্যে পঞ্চায়েত ভোট হতে পারে। তার আগে গোষ্ঠীদ্বন্দ্বের আশঙ্কাকে কী ভাবে সামাল দেন দলনেত্রী সেটাই দেখার। সম্প্রতি সাগরদিঘি উপনির্বাচনে জেতা আসন হাতছাড়া হয়েছে তৃণমূলের। সংখ্যালঘু ভোট সুনিশ্চিত করার জন্য শুক্রবারের শীর্ষ বৈঠকে তৃণমূল নতুন কোনও পদক্ষেপ করে কিনা সে দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।