প্রতিবেদন: তীর্থঙ্কর , সম্পাদনা: ঋতুরাজ
২২ ডিসেম্বরই ভোট। সেদিনই ফলপ্রকাশ। ছাত্রছাত্রী সংসদ নির্বাচন নিজেরাই করবেন মেডিক্যালের পড়ুয়ারা। তৈরি হল নির্দিষ্ট নিয়মাবলী। মঙ্গলবার থেকে শুরু মনোনয়ন, প্রত্যাহারের শেষ দিন বুধবার। মনোয়ন জমা এবং প্রত্যাহার— ২টি’ই হবে অনলাইনে। কেবল ভোট দেওয়ার ক্ষেত্রেই উপস্থিতি বাধ্যতামূলক। পড়ুয়াদের তৈরি নির্বাচনী নির্দেশিকা পর্যালোচনা করেছেন মানবাধিকার কর্মী এবং চিকিৎসক বিনায়ক সেন, অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র, সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায় এবং সুজাত ভদ্র।