সে ভাবে এখনও শীত পড়েনি কলকাতায়। তবে কলকাতার বাতাসে দূষণের মাত্রা বাড়ছে। বাতাসের মানসূচক গত চার দিনে ক্রমশ বেড়েছে। পরিসংখ্যান বলছে, দূষণে দ্বিতীয় কলকাতা। মন্ত্রী মানস ভুঁইয়া দোষ দিচ্ছেন প্রতিবেশী রাজ্যগুলিকে। পশ্চিমবঙ্গে বায়ু দূষণের কারণ বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা থেকে আসা ধূলিকণা। শুধু তাই নয়, মানস ভুঁইয়া সরাসরি দায়ী করলেন হরিয়ানা, পঞ্জাবের মতো দূরবর্তী রাজ্যের ন্যাড়া পোড়াকেও। কলকাতার বাতাসে দূষণের পরিমাণ জনস্বাস্থ্যের জন্য গুরুতর চিন্তার কারণ বলে মনে করছেন পরিবেশবিদরা।