বদলে যাচ্ছে ক্রিকেটের নিয়ম। ক্রিকেটারদের সুরক্ষার কথা মাথায় রেখে শিরস্ত্রাণকে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল ক্রিকেটের সর্বনিয়ামক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। জোরে বোলারদের সম্মুখীন হওয়ার সময় হেলমেট পরতেই হবে। হেলমেট ছাড়া কোনও ভাবেই উইকেটের কাছে দাঁড়াতে পারবেন না কোনও ফিল্ডার এবং উইকেট রক্ষক। নিয়ম পরিবর্তন করা হচ্ছে ‘ফ্রি হিট’ এবং ‘সফ্ট সিগন্যাল’— এই দুই ক্ষেত্রেও। অতীতের নিয়ম বদলে আইসিসি জানিয়েছে, এখন থেকে ফ্রি হিটে বল উইকেটে লাগার পর ব্যাটার রান নিলে তা আর অতিরিক্ত হিসাবে যোগ হবে না। সেই রান পাবেন ব্যাটার। পাকাপোক্ত ভাবে উঠে যাচ্ছে ‘অনফিল্ড’ আম্পায়ারদের সফ্ট সিগন্যালের সিদ্ধান্তও। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ করা এই তিন নিয়ম ১ জুন থেকে কার্যকর হবে। ক্রিকেটের নতুন নিয়মেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত। লন্ডনের দ্য ওভালে ৭ জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।