ISC Topper 2023

ডাক্তার-ইঞ্জিনিয়ার নয়, মনোবিদ হতে চান আইএসসি পরীক্ষায় দেশে প্রথম হওয়া মান্যা গুপ্ত

যখনই অর্জনের কথা ভেবেছি শুধু মাত্র নম্বরের কথা কখনও ভাবিনি। না পড়লে অকৃতকার্য হব, সেই ভয়েই রাত জেগে পড়েছি: মান্যা গুপ্ত।

প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: সৌরভ, সম্পাদনা: বিজন

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ মে ২০২৩ ২২:২৪
Share:
Advertisement

৪০০ নম্বরের পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৩৯৯। আইএসসি পরীক্ষায় ৯৯ শতাংশের উপর নম্বর পেয়ে দেশের মধ্যে প্রথম হলেন কলকাতার মেয়ে মান্যা গুপ্ত। ভবিষ্যৎ পরিকল্পনা কী? আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে হেরিটেজ স্কুলের ছাত্রী মান্যা বলেন, তিনি একজন মনোবিদ হতে চান। চিকিৎসক কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার মতো ভাবনা থেকে সরে এসে একেবারে মনোবিদ হতে চাওয়া— কেন এই সিদ্ধান্ত? মান্যার সোজাসাপটা উত্তর, “আমি আর নিজে নিজেকে বিভ্রান্ত করতে চাই না। ইউটিউবে এই বিষয়ে অনেক কিছু দেখেছি, যা আমাকে আরও বেশি উৎসাহিত করেছে। মানসিক স্বাস্থ্য নিয়ে দেশের মানুষের যে বদ্ধপরিকর ভাবনা রয়েছে আমি তার পরিবর্তন চাই।” আগামীতে মনোবিজ্ঞান নিয়ে লেখাপড়া করতে বিদেশে যাওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁর। মেয়ের এই সিদ্ধান্তে পাশেই রয়েছেন মা সাইনা গুপ্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement