প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ ও সম্পাদনা : তীর্থঙ্কর
ঘড়িতে সময় দুপুর বারোটা দশ। হাওড়া ময়দানে মাটির উপরে যখন ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা, মাটির তলা দিয়ে চলতে শুরু করল মেট্রো। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পূর্ণাঙ্গ গতিতে দৌড়ল মেট্রো। গঙ্গার নীচে ৫২০ মিটার টানেল পেরোতে সময় লাগবে ৪৬ সেকেন্ড। জানিয়েছিলেন কেএমআরসিএল মেট্রো কর্তৃপক্ষ। হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ, এসপ্ল্যানেড স্টেশন, মোট ৪.৮ কিমি দৌড়ল মেট্রো। তারপর আবারও একই পথে ফিরল রেকটি। ঐতিহাসিক যাত্রাপথের সাক্ষী থাকল আনন্দবাজার অনলাইন।