উত্তরের ঐতিহ্য, কাশী বোস লেন। নব জাগরণের জনক রাজা রামমোহন রায় এবং সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সামনে রেখে নারীর জয় গান। ৮৭ বছরের পুজোয় অভিনব ভাবনা। থিমের নাম ‘রত্নগর্ভা’। নারী অধিকার আন্দোলনের পথিকৃৎ অ্যানি বেসান্ত থেকে শুরু করে জোড়া অলিম্পিক পদকজয়ী মনু ভাকের— কাশী বোস লেনের মণ্ডপে সম্মানিত হয়েছেন কৃতীরা। সম্মানিত করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কেও। আর এখানেই প্রশ্ন! রাজ্যে যখন একের পর এক খুন এবং ধর্ষণের ঘটনা ঘটছে, জুনিয়র চিকিৎসকেরা যেখানে আমরণ অনশনে, সেই সময়ে দাঁড়িয়ে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতরত্ন লতা মঙ্গেশকর, জ্ঞানপীঠ মহাশ্বেতা দেবীর সঙ্গে একই সারিতে রাখা হল?