Journalism

তদন্তকারী সংস্থাকে সূত্র জানাতে সাংবাদিক বাধ্য! বিশেষ পর্যবেক্ষণ কোর্টের

তদন্তকারী সংস্থা তদন্তের প্রয়োজনে সাংবাদিককে নোটিস দিয়ে সূত্র প্রকাশে বাধ্য করতে পারে: পাতিয়ালা হাউস কোর্ট

সম্পাদনা: ঋতুরাজ

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৩ ১৮:০৪
Share:
Advertisement

সাংবাদিকের সূত্র গোপনীয়তার অধিকার কি অবাধ? বিশেষ পর্যবেক্ষণে পাতিয়ালা হাউস কোর্টের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অঞ্জনি মহাজন জানিয়েছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে সূত্র গোপন রাখার কোনও বিধিবদ্ধ ছাড়পত্র সাংবাদিকের নেই। আদালতের বক্তব্য, ফৌজদারি (ক্রিমিনাল) মামলার ক্ষেত্রে তদন্তের স্বার্থেই সূত্র প্রকাশ করা প্রয়োজনীয়। প্রয়াত সমাজবাদী নেতা মুলায়ম সিং যাদব এবং তাঁর পরিবারের সম্পত্তি মামলার বিষয়ে কীভাবে প্রতিবেদন প্রকাশ এবং সম্প্রচার করল সংবাদমাধ্যম— ২০০৯ সালে সিবিআইকে এই তদন্ত করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তদন্তের শেষে সিবিআই রিপোর্ট জমা দিয়ে জানায়, ‘‘সংবাদমাধ্যম যেসব তথ্য প্রকাশ করেছে তা জাল। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে অপদস্থ করার উদ্দেশেই এই জালিয়াতি করা হয়েছে।” আদালতকে সিবিআই আরও জানায়, যেহেতু সাংবাদিকরা তাঁদের সূত্র প্রকাশে অস্বীকার করেছেন সেই কারণেই অপরাধ প্রমাণের মতো যুক্তিযুক্ত প্রমাণ অধরাই থেকে গিয়েছে। এই রিপোর্টের ভিত্তিতেই আদালত তার পর্যবেক্ষণে বলে, তদন্তকারী সংস্থা তদন্তের প্রয়োজনে সাংবাদিককে নোটিস দিয়ে সূত্র প্রকাশে বাধ্য করতে পারে। তদন্তকারী সংস্থাকে এই ক্ষমতা দিয়েছে ভারতীয় দণ্ডবিধি।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement