তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে ‘জাল্লিকাট্টু’ প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হচ্ছে ষাঁড়েদের। দক্ষিণ ভারতের অন্যতম প্রাচীন ঐতিহ্য এই ষাঁড়ের খেলা প্রতি বছর পালিত হয় জানুয়ারি মাসের পোঙ্গল উৎসবে। এই খেলার নিয়ম অনুযায়ী, লোকের ভিড়ের মাঝে ষাঁড়দের ছেড়ে দেওয়া হয়। তখন ষাঁড় পালাতে চাইলে লোকজন তার শিং, গলা চেপে পিঠে উঠে আটকানোর চেষ্টা করে। ‘জাল্লিকাট্টু’র জন্য ত্রিচি জেলার তিরুবাসী গ্রামে ১৫টিরও বেশি ষাঁড়ের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। প্রাচীন এই প্রথা অত্যন্ত বিপজ্জনক ও পশুর প্রতি নৃশংসতার নিদর্শন বলে নানান বিতর্ক থাকলেও, সাধারণ মানুষের উৎসাহের শেষ নেই।