প্রতিবেদন: প্রচেতা
২১ জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দ্বিতীয় প্রতিষ্ঠা দিবসের সভাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ধর্মতলা চত্বর। ভাঙর থেকে তাঁদের সমর্থকদের আসতে তৃণমূল বাধা দিয়েছে এবং বিধায়ক নওশাদ সিদ্দিকির গাড়ি ভাঙচুর করা হয়েছে এই অভিযোগ তুলে ধর্মতলা অবরোধ করে আইএসএফ। অবরোধ তুলতে গিয়ে পুলিশ খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়ে আইএসএফ সমর্থকদের সঙ্গে। চলে কাঁদানে গ্যাস, গ্রেফতার করা হয় নওশাদকে। আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে থাকবেন আইএসএফ দলের বিধায়ক। মঙ্গলবার তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে রামলীলা পার্ক থেকে ধর্মতলায় রানি রাসমনি রোড পর্যন্ত মিছিল করে আইএসএফ ও তাদের জোটসঙ্গী বামেরা। মিছিলে পা মেলান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ অন্য়ান্যরা।