প্রতিবেদন ও চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: বিজন
শনিবার আইএসএফের সভাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলা চত্বর। আইএসএফ-পুলিশ খণ্ডযুদ্ধে স্তব্ধ হয়ে যায় মধ্য কলকাতা। পুলিশ আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকি ও অন্যান্য কর্মী-সমর্থককে গ্রেফতার করে। তার পর থেকে পুলিশি হেফাজতেই রয়েছেন নওশাদ। বুধবার তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে এক নাগরিক মিছিলের ডাক দেয় আইএসএফ। শিয়ালদহ স্টেশন থেকে শুরু হয়ে ধর্মতলায় এসে মিছিল শেষ হয়। এ দিনের মিছিল ছিল শান্তিপূর্ণ। সংগঠনের বাইরে থেকেও অনেকে যোগ দেন এ দিনের কর্মসূচিতে। অবিলম্বে বিধায়ককে মুক্তি না দেওয়া হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন আইএসএফের কর্মী-সমর্থকেরা।