দেশেবিদেশে প্রবল চাপের মুখে পিছু হটার ইঙ্গিত ইরান সরকারের। ইরানের অ্যাটর্নি জেনারেল মহম্মদ জাফর মোন্টাজ়েরি বলেছেন, “হিজাব আইনে কোনও পরিবর্তন করা যায় কি না, তা যৌথ ভাবে খতিয়ে দেখছে আইন এবং বিচারবিভাগ।” মোন্টাজ়েরি জানিয়েছেন, গত বুধবার সংসদের সাংস্কৃতিক কমিশনের সঙ্গে এ নিয়ে দেখা করেছেন দুই বিভাগের যৌথ প্রতিনিধি দল। সেপ্টেম্বরে হিজাব-বিরোধী আইনে উত্তাল হয়েছে ইরান। শনিবারই দেশের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি জানিয়েছিলেন, দেশের সংবিধানে নির্দিষ্ট কিছু প্রক্রিয়ার মাধ্যমে বদল আনা সম্ভব। তবে আদতে রক্ষণশীল ইসলামিক শাসনে হিজাব আইন কতটা শিথিল হবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।