প্রতিবেদন ও চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা ও গ্রাফিক: বিজন
বসন্ত এসে গেছে। সারা বছর ধরেই চিকেন পক্স সংক্রমণের ঘটনা ঘটলেও, এটাই জলবসন্ত রোগের আদর্শ ঋতু। স্বাস্থ্যবিজ্ঞানের আধুনিকীকরণের কারণে মহামারীর চেহারা না নিলেও চিকেন পক্সে মৃত্যুর ঘটনা এখনও ঘটে। ডিসেম্বর মাস থেকে এ পর্যন্ত এই রোগে ১৬ জনের মৃত্যু ঘটেছে পশ্চিমবঙ্গে। সূত্রের খবর, মৃতদের অধিকাংশই পঞ্চাশোর্ধ। এ বার মৃত্যুর হার কি বিগত বছরগুলির নিরিখে অস্বাভাবিক? কী ভাবে ছড়ায় চিকেন পক্স? কী কী সতর্কতা নেবেন? আলোচনায় সংক্রামক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক যোগীরাজ রায়।