প্রতিবেদন: সৌরভ, চিত্রগ্রহণ: অতনু, সম্পাদনা: বিজন
বিশ্বকাপ জয়ী বাঙালি, হাওড়া দাসনগরের হৃষিতা বসুকে নিয়ে গর্বিত গোটা দেশ। ছোটবেলায় গলি ক্রিকেটে ব্যাট ধরতে শেখা। জীবনের মোড় ঘুরিয়ে দেয় ইংরেজি টিউশনে যাওয়ার আগের আধ ঘণ্টার অবসর। মায়ের হাত ধরে ক্রিকেট অ্যাকাডেমিতে যাওয়া, আর তারপর একটা ছোট্ট ট্রায়াল। ব্যস, বদলে গেল হাওড়ার দাসনগরের বসু পরিবারের চিত্রনাট্য। বসু পরিবারের ঠিকানা এখন থেকেই ‘হৃষিতার বাড়ি’। দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের হৃষিতা, ঝুলন গোস্বামী, মিতালি রাজ তাঁর আদর্শ। কিন্তু স্বপ্নে ‘এমএসডি’-ই। ‘ফিনিশার’, ‘ক্যুইক স্টাম্পার’, আগামী দিনে ভারত পাবে ‘লেডি এমএসডি’— প্রত্যয়ী অষ্টাদশী হৃষিতা।