অন্যতম দ্রুতগামী ট্রেন বন্দে ভারতের যাত্রাপথকে সুরক্ষিত করতে শুরু হল ধাতুর বেড়া লাগানোর কাজ। সাম্প্রতিক কালে বন্দে ভারতের যাত্রাপথে ঘটে যাওয়া একাধিক পশু মৃত্যুর ঘটনায় এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। বন্দে ভারতের মুম্বই-আহমেদাবাদ যাত্রাপথের ৬২২ কিলোমিটার পথ জুড়ে বসছে এই বেড়া, একটি ট্যুইট করে এই খবর জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রায় ২৪৫ কোটি টাকা ব্যয়সম্পন্ন এই বেড়া নির্মাণের কাজ চলতি বছরের মে মাসে শেষ হবে বলে মনে করা হচ্ছে। কখনও লাইনের ধার থেকে পাথর ছোড়ায় নিরাপত্তা বিঘ্নিত হওয়া বা কখনও ট্রেনের ধাক্কায় একাধিক গবাদি পশুর মৃত্যু— দ্রুতগামী এই ট্রেন চলতে শুরু করার পর থেকেই নানান অনভিপ্রেত ঘটনায় শিরোনামে এসেছে বন্দে ভারত। তাই এই নতুন পদক্ষেপ। তবে বন্দে ভারতের বাকি পথগুলিতেও এই ব্যবস্থা নেওয়া হবে কিনা, সে বিষয়ে এখনও কিছু জানায়নি ভারতীয় রেল।