প্রতিবেদন: প্রিয়ঙ্কর, চিত্রগ্রহণ: অসীম ও প্রিয়ঙ্কর, সম্পাদনা: শুভাশিস
বুধবার সংসদে পেশ হল ২০২৩-২৪ সালের বাজেট। আয়করের কাঠামোয় এল বড়সড় বদল। বাড়ল করছাড়ের সীমা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করলেন, এই বাজেট পরিশ্রমী, ভারতীয় মধ্যবিত্তের। আর দারিদ্রসীমার নীচে থাকা নাগরিকেরা? সামাজিক সুরক্ষায় বরাদ্দের হাল কী? কৃষি আর শিল্পের ভিত্তিই বা কতটা মজবুত হল? এই বাজেট কি সামনের বিধানসভা নির্বাচন ও ২০২৪-এর লোকসভা নির্বাচনের কথা ভেবে তৈরি? আগামী দিনে দেশের অর্থনীতিকে কোন দিশা দেখাবে এই বাজেট? আনন্দবাজার অনলাইনের দর্শকদের জন্য বিশ্লেষণে ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ় কলকাতার ডিরেক্টর ও অর্থনীতির অধ্যাপক অচিন চক্রবর্তী।