ভিডিয়ো সৌজন্য: পিটিআই
বিধ্বংসী ভূমিকম্পের পরে দক্ষিণ ও মধ্য তুরস্ক এবং উত্তর ও পশ্চিম সিরিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন শুধুই ধ্বংসের ছবি। মৃত্যু হয়েছে ২২ হাজারেরও বেশি মানুষের। এখনও ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা। এই পরিস্থিতিতে তুরস্ক-সিরিয়ার পাশে দাঁড়াতে ‘অপারেশন দোস্ত’ ঘোষণা করেছে ভারত সরকার। ১৫২ জনের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল তুরস্কের সেনাবাহিনীকে উদ্ধারকাজে সাহায্য করতে সে দেশে পৌঁছেছে।