২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটের ভূয়সী প্রশংসায় নরেন্দ্র মোদী। “২০১৩-১৪ সালের তুলনায় পরিকাঠামো খাতে ৪০০ শতাংশ বৃদ্ধি, ১০ লক্ষ কোটি টাকার বিনিয়োগে যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি হবে। এই বাজেট মহিলাদের সর্বাঙ্গীন বিকাশের বাজেট। অন্নভাণ্ডার প্রকল্পের জন্য বিকাশ হবে কৃষি, মৎস্যচাষ এবং পশুপালনের ক্ষেত্রে”, নির্মলা সীতারামনের বাজেট নিয়ে মন্তব্য প্রধানমন্ত্রীর। তাঁর কথায় এই বাজেটে রয়েছে ভারতের আগামী ২৫ বছরের রূপরেখা। “মধ্যবিত্তের কথা ভেবে কর ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০৪৭ সালের ভারত হবে সমৃদ্ধশালী ভারত”, মন্তব্য নরেন্দ্র মোদীর।