দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর লোকসভায় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। সবুজায়নে বিশেষ জোর। ২০৭০ সালের মধ্যে দেশের কার্বন নির্গমনের মাত্র হবে শূন্য, সেই ভাবনাকে মাথায় রেখেই পরিবেশ বান্ধব প্রকল্প এবং কর্মসূচি নেবে সরকার। আবাস যোজনায় বরাদ্দ বেড়ে হল ৭৯ হাজার কোটি টাকা। গত বারের তুলনায় যা ৬৬ শতাংশ বেশি। বরাদ্দ বাড়ল রেল পরিষেবা খাতেও। ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য রেলে বরাদ্দ করা হল ২.৪ লক্ষ কোটি টাকা। ২০১৩-১৪ অর্থবর্ষের তুলনায় যা নয় গুণ বেশি। দেশের পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ করা হবে ১৩.৭ লক্ষ কোটি টাকা। বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে কর্নাটকের সেচ ব্যবস্থার পরিকাঠামোগত উন্নয়নের জন্য দেওয়া হবে ৫৩ হাজার কোটি টাকা। মডেল রেসিডেনসিয়াল স্কুলে নিয়োগ করা হবে ৩৮ হাজার ৮০০ শিক্ষক। দেশে তৈর হবে শতাধিক নার্সিং কলেজ। ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।