মঙ্গলবার থেকে শুরু উচ্চ মাধ্যমিক। সোমবার আনন্দবাজার অনলাইনের ক্যামেরায় ধরা পড়ল পরীক্ষা কেন্দ্রে তৎপরতার ছবি। পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, প্রত্যেক পরীক্ষার্থীকে ঘণ্টাখানেক আগেই পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। পরীক্ষা চলাকালীন তো দূরস্থ, পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ঢোকাই যাবে না। এমনকি ক্যালকুলেটর ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট নির্দেশিকা। পরীক্ষার্থীদের মোবাইল ধরতে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ব্যবহৃত বিশেষ প্রযুক্তিও এ বার পাইলট প্রজেক্ট হিসাবে ব্যবহার করতে চলেছে সংসদ। রেডিয়ো ফ্রিকোয়েন্সি ডিটেক্টর দিয়েও চলবে নজরদারি। মোবাইল ফোন নিয়ে ধরা পড়লে অভিযুক্ত পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল করবে সংসদ। সে ক্ষেত্রে পরীক্ষার্থী আর কখনও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে পারবেন না। চলতি শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী।