কলেজ কাউন্সিলের বৈঠকে নির্বাচনের তারিখ ঠিক হওয়ার পরও বিতর্ক। কেন ছাত্র সংসদের ভোট করাতে পারল না মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ? পড়ুয়াদের দাবি, রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করেছে, চাকরি চলে যাওয়ার ভয়ে কর্তৃপক্ষ দায়িত্ব এড়িয়েছে। তাই প্রথমে অনশন, তারপর ধাপে ধাপে গণকনভেশন এবং নাগরিক মিছিলের পর নিজেরাই নিজেদের সংসদ তৈরির দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন পড়ুয়ারা। ২২ ডিসেম্বর মেডিক্যাল কলেজের ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। ২০ আসনে চলছে প্রতিদ্বন্দ্বিতা। বৈধতার প্রশ্নে কী উত্তর আন্দোলনকারীদের? আগামী দিনে কলেজ ক্যাম্পাসে মেডিক্যালেই কি হবে ভোটের মডেল? আনন্দবাজার অনলাইনের প্রশ্নের উত্তরে মেডিক্যাল কলেজের পড়ুয়া সিদ্ধার্থশঙ্কর চক্রবর্তী।