HIV Positive

‘পজ়িটিভিটি’র প্রেম সপ্তাহ, গাঁটছড়া বাঁধলেন সোনারপুরের এইচআইভি আক্রান্ত যুগল

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে সাতপাকে বাঁধা পড়লেন এইচআইভি পজ়িটিভ সুনীতা যাদব ও সৌমিত্র গায়েন। রবীন্দ্রনাথের গানে, আলোর ছটায়— অন্যরকম আবেশে সমাজ দেখল আর এক ‘পজ়িটিভিটি’র গল্প।

District
সোনারপুর শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০৪
Share:
Advertisement

প্রেম উদ্‌যাপনের সপ্তাহে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের এক হোমে গাঁটছড়া বাঁধলেন দুই এইচআইভি পজ়িটিভ মানুষ— সুনীতা যাদব ও সৌমিত্র গায়েন। বৈদিক মন্ত্র, গান ও ফুলের আবহে বিয়ে সারলেন তাঁরা। রঙিন আলোয়, অতিথি সমাগমে রবিবার চার হাত এক হল। বিয়ে দিলেন ‘শুভমস্তু’র মহিলা পুরোহিতরা।

সুনীতার তিন বছর বয়সে তাঁর এইচআইভি পজ়িটিভ মা-বাবার মৃত্যু হয়। তখন থেকেই সোনারপুরের গোবিন্দপুরের একটি হোমে বেড়ে ওঠা। সুনীতা নিজেও এইচআইভি আক্রান্ত। অন্য দিকে, ছোটবেলায় ডিপথেরিয়ার ইঞ্জেকশান নিতে গিয়ে এইচআইভিতে আক্রান্ত হন সৌমিত্র। দু’জনেরই প্রতি মাসে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি চলে। সেই চিকিৎসা করাতে গিয়েই আলাপ ও প্রেম।

Advertisement

সুনীতার হোমই এই বিয়ের উদ্যোক্তা। এইচআইভি পজ়িটিভ মানুষদের দ্বারা চালিত একটি ক্যাফেতে কাজ করেন সুনীতা। সৌমিত্রও চান ভবিষ্যতে এইচআইভি নিয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার কাজ করতে। সমাজের ছুতমার্গের বিপরীতে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করল সুনীতা-সৌমিত্রের বিয়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement