প্রতিবেদন: প্রচেতা
নিয়ম মেনে নিয়োগ হয়নি। ৪২ হাজার ৫০০ শিক্ষকের মধ্যে ৩৬ হাজার শিক্ষককেই চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিল উচ্চ আদালত। আগামী ৪ মাস পার্শ্ব শিক্ষকের বেতন নিয়ে কাজ করবেন তাঁরা, সেই সময়ের মধ্যেই নতুন নিয়োগ সম্পন্ন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ।আজ আদালতে এমনই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছিলেন, ৩৬ হাজার প্রাথমিকের শিক্ষকের নিয়োগে ত্রুটি রয়েছে। পাল্টা প্রাথমিক শিক্ষা পর্ষদ বলল, এই শিক্ষকেরা এখন আর অপ্রশিক্ষিত নন। এঁদের নিয়োগেও ভুল ছিল না কোনও।