CV Ananda Bose

‘মত প্রকাশের অধিকারে আপোস নয়’, রাহুল-পর্বের মধ্যেই ইঙ্গিতবহ মন্তব্য রাজ্যপালের

জনস্বার্থেই কাজ করবে সংবাদমাধ্যম, মুখবন্ধ করার অধিকার কোনও সংস্থার নেই: রাজ্যপাল সিভি আনন্দ বোস

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৩ ১৫:৩১
Share:
Advertisement

একদিকে দুর্নীতির তদন্তে সিবিআই, ইডি-র ভূমিকা নিয়ে বিরোধীদের ‘অসন্তোষ’, অন্যদিকে ‘মোদী মন্তব্যে’ মানহানি মামলায় দোষী সাব্যস্ত হয়ে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ— রাজ্য এবং দেশ, দুই ক্ষেত্রেই উত্তপ্ত রাজনৈতিক আবহাওয়ার মধ্যেই ইঙ্গিতবহ মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। রবিবার ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শততম বর্ষ উদযাপনের অনুষ্ঠানে সামিল হয়ে তিনি বলেন, “সংবাদমাধ্যমের স্বাধীনতাই ভারতীয় নাগরিকের বাক্ এবং মতামত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করে। কোনও সংস্থারই সংবাদমাধ্যমের মুখবন্ধ করার অধিকার নেই।” এমনকি সংবাদমাধ্যম যে জনগণের জন্যই কাজ করবে, সে কথাও মনে করিয়ে দেন রাজ্যপাল আনন্দ বোস। নিজের বক্তব্য শেষে প্রেস ক্লাব থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি আরও একবার বলেন, “ভারতে যে ধরনের গণতান্ত্রিক পরিসর রয়েছে, সেখানে মতামত প্রকাশের স্বাধীনতার সঙ্গে কখনই আপোস করা উচিত নয়।” রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই সিভি আনন্দ বোসের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষক মহলের একাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement