প্রতিবেদন: প্রিয়ঙ্কর, চিত্রগ্রহণ ও সম্পাদনা: অসীম
‘গে ইন্ডিয়া ম্যাট্রিমনি’। সমলিঙ্গের প্রেম ও বিয়ের অধিকার নিয়ে তথ্যচিত্র। দেবলীনা মজুমদারের এই ছবি নিয়ে সম্প্রতি বিতর্কের সূত্রপাত হয় যখন কটকের র্যাভেনশ বিশ্ববিদ্যালয়ে ছবিটির প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়। ‘হরি ওম’ নামের একটি সংগঠনের আপত্তি, দেবলীনার ছবি আসলে সনাতন ভারতীয় সমাজের মূল্যবোধের বিরুদ্ধাচারণ। সুপ্রিম কোর্টে সমলিঙ্গের বিয়ের অধিকারের মামলায় কেন্দ্রের আপত্তির কারণও একই ধরণের। ভারতীয় পরিবারের ধারণার সঙ্গে খাপ খায় না সমলিঙ্গের বিয়ে, শীর্ষ আদালতে দাখিল করা হলফনামায় দাবি কেন্দ্রীয় সরকারের। কেন বিয়ের অধিকারের জন্য লড়াই? কেনই বা ‘গে ইন্ডিয়া ম্যাট্রিমনি’? আনন্দবাজার অনলাইনের সঙ্গে আড্ডায় দেবলীনা।