সোমবার সকালে উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গার জীবনপুর বাজারে অবৈধ কাঠমিলে হানা দেয় বন দফতরের আধিকারিকরা। যে সব কাঠ মিল উপযুক্ত নথি দেখাতে পারেনি, সেই মিলের যন্ত্রগুলি সিল করে দেয় বন দফতর। এর পাশাপাশি অবৈধ কাঠমিল থেকে প্রায় পাঁচ লক্ষ টাকার কাঠ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া কাঠগুলি বন দফতরে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন উত্তর চব্বিশ পরগনার সহকারী জেলা বন আধিকারিক কৃষ্ণচন্দ্র শিকদার।