Fire

মধ্য কলকাতায় সরকারি অফিসে আগুন, পুড়ে ছাই নথিপত্র, ঘটনাস্থলে দমকলের ১১টি ইঞ্জিন

সরকারি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় জখম এক দমকল কর্মী। ঘটনাস্থলে রাজ্যের মন্ত্রী সুজিত বসু।

প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: সুব্রত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০১ জুন ২০২৩ ১৫:০৩
Share:
Advertisement

মধ্য কলকাতায় সরকারি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা। ঘটনাস্থলে দমকলের ১১টি ইঞ্জিন। দমকলকর্মীদের আড়াই থেকে তিন ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা আয়ত্তে এলেও তা পুরোপুরি নেভাতে আরও সময় লাগছে। আগুন নেভাতে গিয়ে একজন দমকলকর্মী জখমও হয়েছেন। এছাড়া হতাহতের কোনও খবর নেই। তবে অনুমান করা হচ্ছে, অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনের গ্রাসে ছাই হয়ে গিয়েছে জনস্বাস্থ্য কারিগরি দফতরের গুরুত্বপূর্ণ নথিপত্র। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ ৪৫, গণেশ চন্দ্র অ্যাভিনিউয়ের বহুতলের পাঁচ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই বহুতলেই রয়েছে পরিবহণ, জনস্বাস্থ্য কারিগরি-সহ আরও একাধিক সরকারি দফতর। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ৫টি ইঞ্জিন। পরে আসে আরও ৬টি ইঞ্জিন। রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু ঘটনাস্থল পরিদর্শনের পর বলেন, “বহুতল অনেকটাই পুরনো। ভিতরে ঢোকার পথও সরু। অন্য কোনও রাস্তা খুঁজে ভিতরে যাওয়ার চেষ্টা করা হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও কিছুক্ষণ সময় লাগবে। তবে আগুন আর বাড়বে না।” আগুন লাগার কারণ কী? মন্ত্রীর প্রতিক্রিয়া, “তদন্তের পরই তা বলা সম্ভব”।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement