প্রতিবেদন: তীর্থঙ্কর, সম্পাদনা: অলোক
নিউটাউনের বলাকা আবাসনে আগুন। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন। ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের অনুমান, ব্লক ডি-এর প্রথম তলায় একটি ফ্ল্যাটের রান্নাঘর থেকে আগুন লাগে। সেই আগুন থেকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে এবং কেঁপে ওঠে আবাসনের কয়েকটি বহুতল। যার ফলে একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছে। কীভাবে আগুন লাগল? আবাসিকদের বক্তব্য, ওই ফ্ল্যাটে ৮৭ বছরের একজন মানসিক ভারসাম্যহীন মহিলা থাকেন। তিনিই রান্নাঘরে কোনও কিছু রান্না করতে গিয়েছিলেন এবং সম্ভবত সেখান থেকেই দুর্ঘটনার সূত্রপাত। দমকল সকল আবাসিককে উদ্ধার করেছে। এখনও পর্যন্ত হতাহতেরও কোনও খবর নেই। অগ্নিদগ্ধ আবাসন পরিদর্শনে এসোছিলেন স্থানীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায়।