গরমে পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে জয়নগর-মজিলপুর পুরসভার কয়েকটি ওয়ার্ডে। এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের। তাঁদের দাবি, এলাকার নলকূপে জল পাওয়া যাচ্ছে না। অনেকেই জানাচ্ছেন, এমন পরিস্থিতি থেকে কিছুটা দূর থেকে পানীয় জল আনতে বাধ্য হচ্ছেন তাঁরা। বিষয়টি পুরসভার গোচরে আনা হয়েছে বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জয়নগর-মজিলপুর পুরসভার ভাইস চেয়ারম্যান রথীন মণ্ডল জানিয়েছেন, হু হু করে জলস্তর নামছে। তার ফলে অনেক জায়গায় পানীয় জলের সমস্যা আছে বলে মেনে নিয়েছেন তিনি। পানীয় জলের সমস্যা সমাধানে গুরুত্বপুর্ণ এলাকাগুলিতে খুব তাড়াতাড়ি নলকূপ বসানো হবে বলে জানিয়েছেন তিনি।