প্রতিবেদন ও চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: শুভাশিস
শেয়ার বাজারে আদানির ‘কারচুপি’র অভিযোগে যখন সারা দেশ উত্তাল, তখনই পশ্চিমবঙ্গে নতুন বিতর্ক আদানি গোষ্ঠীকে ঘিরে। আদানি পাওয়ার (ঝাড়খণ্ড) লিমিটেডের হাইটেনশন বিদ্যুতের তার যাচ্ছে বাংলাদেশে। এই প্রকল্প নিয়ে সম্প্রতি প্রতিবেশি দেশেও বিতর্ক শুরু হয়েছে। এ বারে বিতণ্ডা এ রাজ্যেও। বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য তার নিয়ে যাওয়া হচ্ছে মুর্শিদাবাদের ফরাক্কার উপর দিয়ে। অভিযোগ, ফলের বাগানের ক্ষতি হচ্ছে এর জন্য। কাটা পড়েছে অসংখ্য গাছও। ফলচাষিদের দাবি, এর জন্য তাঁদের সম্মতি নেননি কেউ। তাঁরা অভিযোগ করছেন পুলিশি নিপীড়নেরও। প্রকল্প আটকানোর প্রয়োজনে ‘জমি, জীবন, জীবিকা, প্রকৃতির লুঠ বিরোধী জনগণের কমিটি’ তৈরি করে আন্দোলন করছেন তাঁরা। মানবাধিকার সংগঠন এপিডিআর-এর সহায়তায় কলকাতা হাই কোর্টে মামলা করেছেন ৩৮ জন ফলচাষি। আগামী ২০ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। বৃহস্পতিবার কলকাতায় বিক্ষুব্ধ ফলচাষিদের নিয়ে পথসভা করল এপিডিআর। সংগঠনের সাধারণ সম্পাদক রঞ্জিৎ শূরের দাবি, পুলিশ প্রথমে হাজরা মোড়ে সভার অনুমতি দিলেও তা পরে প্রত্যাহার করে নেয়। পরে অ্যাকাডেমি অব ফাইন আর্টসের সামনে পথসভা করেন তাঁরা।