অতিমারি, ইউক্রেনের যুদ্ধ, শ্রীলঙ্কার সঙ্কট, পাকিস্তানের মুদ্রাস্ফীতি, বিশ্ব অর্থনীতি এই বিবিধ জটিলতার সম্মুখীন। ভবিষ্যতের বিশ্ব অর্থনীতির পরিকল্পনা কেমন হলে এই সঙ্কট থেকে বেরনো সম্ভব, তা নিয়ে আনন্দবাজার অনলাইনের সঙ্গে খোলাখুলি আলোচনায় অর্থনীতিবিদ কৌশিক বসু। শিল্প বিপ্লবের ১০০ বছরের ইতিহাস থেকে পাঠ নিয়ে অর্থনৈতিক পরিকল্পনার কথা বলেন তিনি। আগামীদিনে মোট অভ্যন্তরীণ আয়ের (জিডিপি) বিষয়গুলিতে পরিবর্তন বিশ্বায়নে প্রভাব ফেলবে, যা অর্থনৈতিক সঙ্কট থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে বলে মত কৌশিক বসুর।