ভিডিয়ো সৌজন্য: পিটিআই
মধ্যবিত্তের সঙ্কট বাড়িয়ে মার্চ মাসের প্রথমদিন দাম বাড়ল রান্নার গ্যাসের। বাড়িতে রান্নার গ্যাসের (১৪.২ কেজির) দাম বৃদ্ধি পেল আরও ৫০ টাকা। অতএব, কলকাতায় একটি সিলিন্ডার কেনার খরচ হয়ে দাঁড়াল ১১২৯ টাকা। অন্য দিকে, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (১৯ কেজি) দামও ৩৫২ টাকা বেড়ে ২২২১.৫০ টাকা হল। এমনিতেই অতিমারি ও পেট্রোল ডিজ়েলের মূল্যবৃদ্ধি উদ্বেগ বাড়িয়েছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলির। বেড়েছে যাতায়াত খরচও। বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ার প্রকোপও পড়বে হোটেল-রেস্তরাঁয় খেতে যাওয়া মধ্যবিত্তের উপরেই। ফলে, দ্রব্যমূল্যের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে গৃহস্থের সঙ্কট।