বৃহস্পতিবার গরু পাচার মামলায় সুকন্যার জামিনের আর্জি খারিজ করে দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। অনুব্রতের জামিনের আবেদনের মামলার শুনানিও স্থগিত হয়েছে বৃহস্পতিবার। সোমবার থেকে আদালতে গরমের ছুটি পড়ে যাবে, ফলে আগামী এক মাস এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে পুরো জুন মাস তিহাড় জেলে কাটাতে হবে অনুব্রত ও সুকন্যাকে। এই পরিস্থিতিতে রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং বোলপুরের সাংসদ অসিত মাল শুক্রবার তিহাড় জেলে অনুব্রত ও সুকন্যার সঙ্গে দেখা করতে এসেছিলেন। দেখা করে বেরিয়ে এসে দোলা জানিয়েছেন, শারীরিক ভাবে সুস্থ আছেন অনুব্রত এবং সুকন্যা।