ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স স্ট্যান্ডার্ড প্রতি বছর দেশের সরকারি হাসপাতালগুলির পরিষেবার মান খতিয়ে দেখে। তার আগে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। গত বছর ডিসেম্বর মাসে রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয় বসিরহাট জেলা হাসপাতাল ও বারুইপুর মহকুমা হাসপাতাল। এই দুই হাসপাতালের নাম কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বিচারের জন্য পাঠানো হয়। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম দুই হাসপাতালের সাফল্যের কথা উল্লেখ করে জানিয়েছেন জাতীয় স্তরের মূল্যায়নে ৮৭ থেকে ৯৫ শতাংশ নম্বর পেয়ে স্বীকৃতি আদায় করেছে বসিরহাট জেলা হাসপাতাল ও বারুইপুর মহকুমা হাসপাতাল।