প্রতিবেদন: স্রবন্তী, চিত্রগ্রহণ: শুভদীপ ও ঋতুরাজ, সম্পাদনা: ঋতুরাজ
পরিচালক অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’তে উঠে আসছে দুই নারীর একক অবস্থানের গল্প। এক নারী নিজের মতো করে জীবন যাপনের জন্য তার শরীরের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। অন্য এক নারী বিয়ের পর একা হয়ে যান। তার স্বামী ফেরে না। কী হয় তার পর? একা মেয়ে সত্যিই সমাজে খুব সহজ ভাবে থাকতে পারে? পৃথিবীর মাঝে অন্য জীবনের অনেক গল্প নিয়ে আনন্দবাজার অনলাইনের সঙ্গে আলোচনায় মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী অনিন্দিতা আর তাসনিয়া।