যাঁরা অভিনয় করতে পারেন, তাঁরাই এগোবেন, রিলের জনপ্রিয়তা হল মিথ : সানি ঘোষ রায়
“ঋতুপর্ণ ঘোষের পরে ছবির নন্দনতত্ত্ব খুব না এগোলেও আমরা চেষ্টা করছি”, মত ‘শ্বেতকালী’-র পরিচালক সানির।
প্রতিবেদন: শ্রাবস্তী, চিত্রগ্রহণ ও সম্পাদনা: ঋতুরাজ
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৫৫
Share:
Advertisement
পরিচালক হিসেবে নতুন হলেও ছবির জগতে সানি ঘোষ রায় বহু দিনের। কাজ করেছেন ঋতুপর্ণ ঘোষের সঙ্গে। বাজার চলতি ছবির বদলে করতে চেয়েছিলেন অন্যরকম কিছু, তাই প্রথম সিরিজ়ের কাজ হিসেবে বেছে নিলেন ‘শ্বেতকালী’।