রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন। সেই ২০১৯ সালে পরিকল্পনা ঘোষণার দিন থেকে বার বার বিতর্ক হয়েছে একে ঘিরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কেন আমন্ত্রণ জানান হয়নি সেই অভিযোগ তুলে উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করছে কংগ্রেস, তৃণমূল, বাম-সহ ২০টি বিরোধী দল। কিন্তু কেমন হল নতুন সংসদ ভবন? প্রায় ৬৫ হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই ভবন তৈরির জন্য শুরুতে বাজেট ধরা হয়েছিল ৮৬২ কোটি টাকা। কিন্তু পরবর্তী কালে সরকার লোকসভায় জানায় যে খরচ বেড়ে দাঁড়িয়েছে ৯৭১ কোটি টাকায়। দেশের নানান প্রান্তের লোকশিল্পে সেজে উঠেছে দেশ শাসনের নতুন ঠিকানা। নতুন ভবনের ঠিক পিছনে অবস্থিত পুরনো সংসদ ভবনটি ভেঙে ফেলা হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। পুরনো-নতুন দুই ভবন জুড়েই কাজ হবে সংসদের। আর কী কী বদল এল নয়া সংসদ ভবনে? আনন্দবাজার অনলাইনে তারই তালিকা।